আহলে সুন্নতের তত্ত্বাবধায়ক কমিটির সভাপতি পদ থেকে ইস্তফা ভাগাডহরির

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : ইসলামি ধর্মীয় সংগঠন আহলে সুন্নাতুল জামাতে ফের বিভাজন সৃষ্টি হচ্ছে! কমিটি গঠন নিয়ে বিবাদ তীব্র আকার নিচ্ছে। জামাতের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন নিয়ে বিগত কয়েকদিন থেকে অনাকাঙ্খিত কিছু কার্যকলাপ দেখা দিয়েছে। সৃষ্ট সমস্যা সমাধানের জন্য সম্প্রতি একটি তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছিল মওলানা মোহাম্মদ মবরুর আহমদ বড়ভূইয়াকে। বর্তমানে সমস্যা মাথাচড়া দিয়ে উঠায় কমিটির সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মওলনা বড়ভূইয়া (ভাগাডহরি)। বৃহস্পতিবার রাতে তিনি লিখিতভাবে পদ থেকে ইস্তফা দিয়েছেন।

তিনি ইস্তফাপত্রে উল্লেখ করে বলেন, জামাতের সৃষ্টি হওয়া দু’টি দলের সমন্বয় সাধনের কাজ তাঁর উপর অর্পণ করা হয়। সমস্যাগুলি সমাধান করে সর্বসম্মতিক্রমে জমাতের পুনর্গঠনের প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে বিগত ২ নভেম্বর ‘সাবজেক্ট কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। সমস্যা সমাধানের জন্য একটি তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি দায়িত্ব তাঁকে দেওয়া হয়। সেই হিসেবে এদিন থেকেই আমরা দু’টি পক্ষের কর্ণধারদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। পর্যায়ক্রমে জমাতের প্রাক্তন সভাপতি মওলানা আব্দুল জলিল নিজামি, মওলানা আনোয়ার উদ্দিন তালুকদার, মওলানা তাজিম উদ্দিন তালুকদারের সঙ্গে আলোচনা করে যাচ্ছিলেন এবং তাদের পক্ষ থেকেও ঐক্যের সাড়াও পেয়েছিলেন।

আহলে সুন্নতের তত্ত্বাবধায়ক কমিটির সভাপতি পদ থেকে ইস্তফা ভাগাডহরির

হঠাৎ ২৫ নভেম্বর সোমবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন যে, জমাতের প্রাক্তন সভাপতি মওলানা আব্দুল জলিল নিজামির আহ্বানে রাতাবাড়িয়া নিজামিয়া টাইটাল মাদ্রাসা প্রাঙ্গনে জমাতের পুনর্গঠনের জন্য এক সভা আহ্বান করেন।

তত্ত্বাবধায়ক কমিটির সভাপতি হিসেবে এমন এহেন পরিস্থিতির মধ্যে তিনি তত্ত্বাবধায়ক কমিটির কোন প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না। সুতরাং সুন্নি সর্বস্তরের জনসাধারণ তাঁর উপর যে দায়িত্ব অর্পণ করেছিলেন, তা তিনি পুনরায় তাদের কাছে ফিরিয়ে দেন।

আহলে সুন্নতের তত্ত্বাবধায়ক কমিটির সভাপতি পদ থেকে ইস্তফা ভাগাডহরির

Author

Spread the News