ভাবীকাল থিয়েটার গ্রুপের কলেজ পড়ুয়াদের ইন্টার্নশিপ সম্পন্ন

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : স্নাতক কোর্সের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরের কলেজ পড়ুয়াদের ইন্টার্নশিপ করাল ভাবীকাল থিয়েটার গ্রুপ। রবিবার ২৪ দিনের ইন্টার্নশিপ কোর্সের সমাপ্তি ঘটে। সেদিন সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ। বিশেষ অতিথি বাংলা বিভাগের প্রধান অধ্যাপক সুদীপ কুমার দাস, বার্তালিপি পত্রিকার সম্পাদক, নাট্যকার অরিজিৎ আদিত্য ও বিশিষ্ট অভিনেতা সুব্রত রায় (শম্ভু)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য, ভাবীকালের সভাপতি রঞ্জন দাস, নির্দেশক শান্তনু পাল প্রমুখ।

ভাবীকাল থিয়েটার গ্রুপের কলেজ পড়ুয়াদের ইন্টার্নশিপ সম্পন্ন

প্রসঙ্গত, থিয়েটারের বিভিন্ন দিক নিয়ে হাতেকলমে শিক্ষার পাশাপাশি ছিল গণমাধ্যম, ব্যক্তিত্ব বিকাশ, মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়ে পঠনপাঠনও। দেবাশিস ভট্টাচার্য, শান্তনু পাল ছাড়াও ৭ অক্টোবর থেকে চলা ইন্টার্নশিপ পর্বে শিক্ষার্থীদের পাঠদান করেছেন উত্তম কুমার সাহা এবং সায়ন্তনী পালও। ভাবীকাল দীর্ঘদিন ধরে থিয়েটারের ওপর নানা বিষয়ে কর্মশালা করে চললেও পাঠ্যক্রম তৈরি করে কলেজ পড়ুয়াদের ইন্টার্নশিপ করানো এই প্রথম। এতদিনের এই কর্মসূচিকে সফল করে তুলতে ভাবীকালের অন্যান্য কর্মকর্তা এবং সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করে বলে শান্তনু পাল জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!