বাংলা ভাষী হিন্দু-মুসলিম নয়, পরিচয় বাঙালি : দীপায়ন চক্রবর্তী

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ মে : ভাষা শহিদ স্মরণ সমিতি দীর্ঘ ২০ বছর থেকে শিলচর তারাপুর রেলস্টেশনের নাম “‘ভাষা শহিদ স্টেশন শিলচর” করার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দাবি জানিয়ে চলেছে, তবুও টনক নড়ছে না কেন্দ্র বা রাজ্য সরকারের। অথচ ভারতীয় রেল বিভাগের রেল স্টেশনের নাম ধারাবাহিকভাবে বদল করা হচ্ছে, কোথাও এত দীর্ঘ সময়ের সংগ্রাম করতে হয়নি কোন জাতিকে, যেমন পশ্চিমবঙ্গের ক্ষুদিরাম বসু পুসা রেলওয়ে স্ট্রেশন, বিহারের সমষ্টিপুর জেলার ওয়াইনি রেলওয়ে স্টেশনের নাম তিন-তিন বার পরিবর্তন হয়েছে। কিন্তু শিলচরের বাংলাভাষা রক্ষার্থে সংগ্রাম ও শহিদের ইতিহাসের প্রেক্ষিতে শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন হয়ে ভাষা শহিদ রেল স্টেশন কেন হচ্ছে না বলে ভাষা শহিদ স্মরন সমিতির কুড়ি বছর পূর্তি উপলক্ষে সুখেন্দু বিকাশ সোম স্মৃতি মঞ্চে উপস্থিত শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডাঃ রাজীব কর, বাবুল হোড়, কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, রূপম সামাজিক-সাংস্কৃতিক ও ক্রিড়া সংস্থার সম্পাদক নিখিল পাল, প্রাক্তন পুর কমিশনার মানিক দাস ও সাধন পুরকায়স্থ, বিপ্লব দেবনাথ, দেবাশিস পুরকায়স্থ, গৌরা চক্রবর্তী, সব্যসাচী পুরকায়স্থ প্রমুখ নিজ-নিজ বক্তব্যে তুলে ধরেন। এবছরও ১৯ শে মে বাংলাভাষা শহিদ দিবস উপলক্ষে বাংলাভাষা শহিদদের আত্মবলিদানের ঐতিহ্যের ইতিহাসকে ছড়িয়ে দিতে বর্ণমালার রোদ্দুর পত্রিকাটির উন্মোচন হয় ও উপস্থিত প্রত্যেকের মধ্যে তা উক্ত সমিতির পক্ষ থেকে বিলিয়ে দেওয়া হয়।

বাংলা ভাষী হিন্দু-মুসলিম নয়, পরিচয় বাঙালি : দীপায়ন চক্রবর্তী

শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা আমাদের জন্মগত অধিকার। আমরা ভাষা সংস্কৃতির পতাকা উর্ধ্বে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর হতে হবে, নিজের মাতৃভাষাকে ভালোবাসি ও ভালোবাসাতে শিখাতে হবে এবং অন্য ভাষাকেও শ্রদ্ধা করতে হবে। কেনোনা, বাংলা ভাষা এক মধুর মিষ্টি ভাষা, মাতৃদুগ্ধসম ভাষা, আমাদের মাতৃভাষা, মাতৃভাষা কোন বিকল্প হয় না,বাঙালির যে কোন হিন্দু- মুসলিম হয় না, বাঙালির একমাত্র পরিচয় সে বাংলাভাষী।

Spread the News
error: Content is protected !!