একাদশ শহিদের স্মৃতির উদ্যশে বিনামূল্যে নিউরো চিকিৎসা শিবির শ্রীভূমিতে
মোহাম্মদ জনি, শ্রীভুমি।
বরাক তরঙ্গ, ১৯ মে : ভাষা আন্দোলনের শহিদদের শ্রদ্ধা জানাতে রবিবার বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করে শ্রীভূমি জেলার অগ্রণী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ভারত বিকাশ পরিষদ এবং খুশী স্মৃতি সংস্থা। শিবিরের উদ্যেগে ছিল শিলচরের নর্থ ইস্ট ইন্সটিটিউট অব নিউরো সাইন্স (নেইন্স)। বিনামূল্যে নিউরো চিকিৎসা শিবিরের সূচনা করেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান চিকিৎসক সম্বুদ্ধ ধর।

এদিন শুরুতে চিকিৎসক সম্বুদ্ধ ধরকে উত্তরীয় দিয়ে বরণ করতে ভারত বিকাশ পরিষদের সভাপতি নেপালকৃষ্ণ ধর এবং উপহার দিয়ে বরণ করেন খুশি স্মৃতি সংস্থার উপদেষ্টা সৌমিত্র পাল। একাদশ ভাষা শহিদের চেতনার উনিশের প্রাক্কালে বিনামূল্যে নিউরো চিকিৎসার নানা দিক নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করেন খুশি স্মৃতি সংস্থার মুখ্য আহবায়ক অরূপ রায় এবং এধরনের শিবিরের প্রয়োজনীয়তা নিয়ে মত প্রকাশ করে চিকিৎসকের সেবামূলক কাজের জন্য অভিনন্দন জানান ভারত বিকাশ পরিষদের সম্পাদক নন্দ কিশোর বণিক।

এদিন প্রায় এক’শ নার্ভের রোগীকে বিনামূল্যে সেবা দেন চিকিৎসক সম্বুদ্ধ ধর। শ্রীভূমি জেলার নিভিয়া চেরাগী সহ নানা প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীদের স্নায়ুরোগ বিষয়ে পরামর্শ দেন ও নিরক্ষণ করেন। শিবির শহরের সরস্বতী বিদ্যা নিকেতনে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে।
