বেরেঙ্গায় বলেরো পিকআপ ও ই-রিকশার সংঘর্ষ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : বলেরো পিকআপ ও ই-রিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন চালক। মঙ্গলবার দুর্ঘটনাটি সংঘটিত হয় বেরেঙ্গায়। স্থানীয় সূত্রে জানা যায়, বেরেঙ্গা বাদ্রী সেতু দিক থেকে আসা এএস ১১ ডিসি ৬২৩৯ রেজিস্ট্রেশন নম্বরের বালু বোজাই দ্রুতগামী বলেরো পিকআপ বেরেঙ্গা মোদিনাতুল উলুম মাদ্রাসার সামনে উল্টো দিক থেকে আসা এএস ১১ ইআর ৪৪৩৫ রেজিস্ট্রেশন নম্বরের ই-রিকশার ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। বালু বোজাই বলেরো পিকআপ রাস্তার পাশে ঝুলে থাকে। 

বেরেঙ্গায় বলেরো পিকআপ ও ই-রিকশার সংঘর্ষ

দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে আশপাশের লোকেরা ছুটে আসেন। তাঁরা ই-রিকশার চালককে গুরুতর অবস্থায় অ্য়াম্বুলেন্স দুই চালককে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠিয়ে দেন।

বেরেঙ্গায় বলেরো পিকআপ ও ই-রিকশার সংঘর্ষ
বেরেঙ্গায় বলেরো পিকআপ ও ই-রিকশার সংঘর্ষ

Author

Spread the News