বুধবার থেকে শুরু হচ্ছে হাইলাকান্দিতে খেল মহারণের ফাইনাল পর্ব

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : হাইলাকান্দিতে খেল মহারণ ২.০ এর ফাইনাল ইভেন্ট শুরু হচ্ছে। হাইলাকান্দির এসএস কলেজের খেলার মাঠে বুধবার থেকে খেল মহারণ ২.০ ফাইনাল পর্বের ম্যাচগুলি শুরু হবে। এ দিন সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই ইভেন্ট গুলি চলবে। অ্যাটলেটিক এবং কাবাডি ইভেন্ট গুলি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ফুটবল এবং চেস-এর ইভেন্টের আয়োজন করা হয়েছে। এরপর শুক্রবার ভলিবল এবং রোড সাইক্লিং এবং শনিবার সুইমিং সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে।

বুধবার থেকে শুরু হচ্ছে হাইলাকান্দিতে খেল মহারণের ফাইনাল পর্ব
বুধবার থেকে শুরু হচ্ছে হাইলাকান্দিতে খেল মহারণের ফাইনাল পর্ব
Spread the News
error: Content is protected !!