বেকিরপারের ঐতিহাসিক রাস্তা বাঁচাতে আন্দোলনে গ্রামবাসী

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : ব্রিটিশ আমলের কাবুগঞ্জের বেকিরপারের ঐতিহাসিক রাস্তা বাঁচাতে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। স্থানীয়রা জানান, রাস্তাটি বেকিরপার থেকে কাবুগঞ্জের কাটাখাল পর্যন্ত সংযুক্ত সেটি একটি ব্রিটিশ আমলের ঐতিহাসিক রাস্তা এখানে ব্রিটিশদের তৈরি একটি গুদামঘর ছিল রুকনী নদীর তীরে। স্টিমার পর্যন্ত চলাচল করতো এই রুকনী নদীতে। এই রাস্তাটি বন্ধ হলে এলাকার লোকদের চরম ভোগান্তি হবে। অনেক জায়গা ঘুরে তাদের পৌঁছতে হবে কাবুগঞ্জে।

স্থানীয়রা আশঙ্কা করছেন বরাত প্রাপ্ত ঠিকাদার সংস্থা ঝন্ডু কনস্ট্রাকশন তাদের একমাত্র প্রধান সড়কটি বন্ধ করে দিতে পারে চিরদিনের জন্য। তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি করছেন যাতে তাদের এই রাস্তাটি বন্ধ না করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিধান সিংহ, সূর্যকান্ত সিংহ, পুতুল সিংহ, ভূপেন্দ্র সিংহ চৌধুরী, রাসবিহারী সিংহ, সুশীল সিংহ প্রমুখ।

বেকিরপারের ঐতিহাসিক রাস্তা বাঁচাতে আন্দোলনে গ্রামবাসী
বেকিরপারের ঐতিহাসিক রাস্তা বাঁচাতে আন্দোলনে গ্রামবাসী

Author

Spread the News