ক্ষমা চাইতে হবে রোজকান্দি বাগান ম্যানেজারকে বলল বিডিএফ, যুব ফ্রন্টের মামলা

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক সভা শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়া বলেছেন বরাক উপত্যকা নাকি বাংলাদেশিতে ভরে গেছে এবং এইসব অবৈধ নাগরিকরা বরাকের চা বাগানের জমি জবরদখল করছেন। এই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পাশাপাশি ফ্রন্টের যুবশাখার তরফ থেকে শিলচর সদর থানায় একটি মামলা দাখিল করা হয়।

বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, বরাকের নাগরিকরা ভারতীয় না বাংলাদেশি তা নির্ধারন করার দায়িত্ব সরকারের তথা পুলিশ প্রশাসনের। রোজকান্দি বাগানের ম্যানেজার এই ব্যাপারে মন্তব্য করার কে ? তিনি বলেন এই ধরনের বক্তব্যের মাধ্যমে সারা বরাকবাসীকে অপমান করেছেন এই ম্যানেজার। অথচ এই ম্যানেজার দীর্ঘদিন ধরে এই উপত্যকায় ব্যবসা করছেন। তাঁদের ব্যবসার মূল ভোক্তা এবং ক্রেতা বরাকের নাগরিকরাই।

ক্ষমা চাইতে হবে রোজকান্দি বাগান ম্যানেজারকে বলল বিডিএফ, যুব ফ্রন্টের মামলা

জয়দীপ আরও বলেন, গত একদশক যাবৎ বাঙালি মানেই সন্দেহভাজন বাংলাদেশ এই মতবাদ সুকৌশলে সারা ভারতের জনমনে ছড়িয়ে দেবার প্রয়াস চলছে। এর পেছনে হিন্দি বলয়ের একটি লবির অবদান রয়েছে। অবদান রয়েছে বিজেপি দলেরও। এই বাগান ম্যানেজার সেই লবিরই অংশ বলে মনে হচ্ছে। তিনি বলেন, বরাকে কোন বাংলাদেশি আছে এমন তথ্য সরকার দিতে পারেনি। যদিও তারজন্য ডি ভোটার, এনআরসি ইত্যাদি বহুবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক ভাবে যতটা উন্নত তাতে বাংলাদেশ থেকে কেউ পালিয়ে বরাকে আশ্রয় নেবেন সেটা সাধারণ বুদ্ধিতে বলে না। মুসলিম সম্প্রদায়ের কেউ অর্থনৈতিক এবং ধর্মীয় কারণে যে এদেশে আসবেন না এটাও বলার অপেক্ষা রাখে না । আর যদি তেমন হয়ে থাকে তবে তারজন্য সম্পূর্ন দায়ী বর্ডার পুলিশ ও প্রশাসন। একই ভাবে যদি চা বাগানের কোন জমি জবরদখল হয়ে থাকে সে ব্যাপারেও পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট প্রশাসন। শুধু সন্দেহের বশে উপত্যকার সমস্ত নাগরিকদের সম্পর্কে এই ধরনের অশিষ্ট মন্তব্য করা নিশ্চিতভাবেই ঔদ্ধত্য ও নীচ মানসিকতার পরিচায়ক।

জয়দীপ বলেন, তাঁরা এই ম্যানেজারকে আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য প্রত্যাহার তথা বরাক বাসীর কাছে ক্ষমা চাইবার আহ্বান জানাচ্ছেন। অন্যথা বিডিএফ এর পক্ষ থেকে  বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া  হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় আহ্বায়ক হৃষীকেশ দে এই খবর জানিয়েছেন।

Author

Spread the News