বাজারিছড়া শিববাড়িতে হরিনাম সংকীর্তন সম্পন্ন

বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : ধর্মীয় ভক্তি ও উৎসাহের মধ্য দিয়ে বাজারিছড়া শিববাড়িতে ৩২ প্রহর ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন  সুষ্ঠুভাবে সম্পন্ন হল শুক্রবার। চারদিনব্যাপী এই মহাযজ্ঞের সূচনা হয় গত রবিবার, শুভ অধিবাস কীর্তনের মাধ্যমে। অধিবাস কীর্তনে বরাকের শ্রীভূমি জেলার বাজারঘাটের লোকজিৎ গোস্বামী ও তাঁর দলের কণ্ঠে শ্রীনাম সংকীর্তন পরিবেশিত হয়, যা ভক্তদের হৃদয়ে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঞ্চার করে।সোমবার প্রত্যুষ থেকে শুরু হয়ে বৃহস্প‌তিবার পর্যন্ত অহোরাত্র শ্রীনাম ও পদকীর্তন অনুষ্ঠিত হয়। বরাক উপত্যকার পাশাপাশি ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ থেকে আগত কীর্তনীয়া দল এই মহোৎসবে অংশ নেন এবং গৌর ভক্তদের মধ্যে অপার ভক্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি করেন।

শুক্রবার সকালে নগর পরিক্রমার পর পূর্ণা কীর্তন অনুষ্ঠিত হয়, যেখানে যথারীতি শ্রীনাম কীর্তন পরিবেশন করেন লোকজিৎ গোস্বামী। কীর্তন চলাকালীন ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং প্রতিদিন পৃথকভাবে মহাপ্রভুর ভোগের থালি বণ্টন করা হয়।

শুক্রবার মহোৎসবের শেষ দিনে রঘুনন্দন কর্তৃক দধিভান্ড ভঞ্জনের পর মহন্ত বিদায়ের মাধ্যমে এই মহানাম যজ্ঞের শুভ সমাপ্তি ঘটে। প্রায় কয়েক সহস্রাধিক ভক্তের সমাগমে কীর্তন প্রাঙ্গণ এক নব বৃন্দাবন ধামে পরিণত হয়। এতে এই বৃহৎ ধর্মীয় উৎসব সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে গৌর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভক্তদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমেই এই মহোৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে।

Author

Spread the News