শিলচর থেকে নিখোঁজ কাটলিছড়ার অসুস্থ ব্যক্তি
বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : কাটলিছড়ার স্বপনপুর থেকে শিলচর হেল্থ কেয়ারে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হলেন ৮৬ বছরের এক বৃদ্ধ। নিখোঁজ উপেশচন্দ্র গোস্বামী ছেলে উৎপল গোস্বামীর সঙ্গে শিলচর হেল্থ কেয়ারে শুক্রবার ডাক্তার দেখাতে আসেন। দুপুর দু’টা থেকে উপেশচন্দ্র গোস্বামীকে খোঁজে আর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে উৎপল গোস্বামী অসুস্থ বাবার কোনও সন্ধান পাননি বলে জানান।
যদি কোনও ব্যক্তি উপেশচন্দ্র গোস্বামীর সন্ধান পান তবে ৯৪৩৫৩৭৯৩২৪ অথবা ৮৮১২০৬২২৪৮ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য তিনি বিনম্র অনুরোধ রেখেছেন। উনার পরনে সাদা কাপড়ের ধুতি ও পাঞ্জাবি সঙ্গে সাদা রঙের মাফলার রয়েছে।

