বাজারিছড়ায় ভারত জাগো দৌড় প্রতিযোগিতা সোমবার

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩১ বছর পূর্তি উপলক্ষে বাজারিছড়ায় ভারত জাগো দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও বাজারিছড়া দৌড় প্রতিযোগিতা আযোজন করা হয়েছে। ক্রীড়া ভারতী লোয়াইরপোয়া খণ্ডের উদ্যোগে এবং বাজারিছড়া সানি ক্রীড়া সংস্থা, কালাছড়া নেতাজি সংঘ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিবেরগুল শাখা সহ কালাছড়া যুব শক্তির ক্লাবের যৌথ সহযোগিতায় আগামী ১১ সেপ্টেম্বর সোমবার সকালে এক দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে।

শনিবার রাত নয়টায় বাজারিছড়া আয়োজকদের পক্ষে এক সাংবা‌দিক স‌ম্মেল‌ন করে ক্রীড়া ভারতীর স্থানীয় কার্যকর্তারা জানান, ইচ্ছুক খেলোয়াড়রা ভোর পাঁচটায় বাজারিছড়ার সানি ক্রীড়া সংস্থা প্রাঙ্গ‌নে উপস্থিত হওয়ার জন্য আহব্বান করেন। প্রতিযোগিতায় পুরুষ, মহিলা, অনুর্ধ্ব পনেরো মিলে মোট তিনটি পৃথক বিভাগ রয়েছে। পুরুষ বিভাগের দৌড় সানি ক্রীড়া সংস্থা থেকে শুরু করে লোয়াইরপোয়া তেমাথা পৌঁছে পুনরায় সানি ক্রীড়া সংস্থায় সামনে পৌঁছতে হবে। মহিলাদের একইভাবে সানি ক্রীড়া সংস্থা থেকে শুরু করে শিবেরগুল মহাবীর পাব্লিক হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে পৌঁছে ফিরে আসতে হবে সানি ক্রীড়া সংস্থায়।অনুরূপ ভাবে অনুর্ধ পনেরো ছেলে মেয়েদের ক্ষেত্রে যৌথ ভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাদের ক্ষেত্রে সানি ক্রীড়া সংস্থা থেকে দৌড় শুরু করে বাজারিছড়া বিবেকানন্দ প্রতিমূর্তি সংলগ্ন এলাকায় পৌঁছে পুনরায় ফিরে আসতে হবে সূচনা স্থলে। এদিনের প্রতিযোগিতায় উভয় বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের পুরস্কার সহ শংসাপত্র প্রদান করা হবে বলে জানান উদ্যোগতারা।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা ক্রীড়া ভারতীর সহসভাপতি অমিতাভ দে, লোয়াইরপোয়া খণ্ডের সভাপতি মাংলেম সিংহ সহ আয়োজক কমিটির কার্যকর্তা যথাক্রমে স্বপন দাস, সুচরিত পাল, টিকেন্দ্রজিত সিংহ, সুরজ কুমার কানু, রজত নাগ, মণীষভূষণ পাল, প্রমেশ দাস, প্রদীপ দেবনাথ প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News