বার্তাজীবী সংঘের অধিবেশন হাইলাকান্দিতে, ১ ডিসেম্বর প্রকাশ্য অধিবেশন
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : অসম বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশন এবার অনুষ্ঠিত হচ্ছে হাইলাকান্দিতে। আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর দু-দিনব্যাপী হবে এই অনুষ্ঠান। অসম বার্তাজীবী সংঘের হাইলাকান্দি জেলা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত অধিবেশনে রাজ্যের প্রায় সবকটি জেলা থেকে অংশগ্রহণ করবেন সংগঠনের সাংবাদিকরা। আর এই অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে রাজ্যের প্রান্তিক জেলা হাইলাকান্দিতে।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেনে অসম বার্তাজীবী সংঘের হাইলাকান্দি জেলা কমিটির উপ-সভাপতি অমিতরঞ্জন দাস, সম্পাদক অনুপম সিংহ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদারকে পাশে বসিয়ে সংঘের জেলা সভাপতি অনিন্দ্যকুমার নাথ জানান, হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘের ব্যবস্থাপনায় আগামী ৩০ নভেম্বর শনিবার ও ১ ডিসেম্বর রবিবার দু’দিন ব্যাপী ঠাসা কর্মসূচির মধ্য দিয়ে হাইলাকান্দিতে অনুষ্ঠিত হবে সংঘের মধ্যকালীন অধিবেশন ও সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন। জেলা সদরের রবীন্দ্র ভবন মিলনায়তনে আয়োজিত সংঘের এই মহাসম্মেলন তথা অধিবেশনকে ঘিরে জেলা কমিটির সদস্যদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা দিয়েছে। মূলত: এই প্রথম রাজ্যের কোনো স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিক সংগঠনের এতো বড়মাপের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে হাইলাকান্দির বুকে। বিগত প্রায় মাস দুয়েক থেকে অধিবেশন ঘিরে চলছে প্রস্তুতি। রাজ্যের ৩৫ জেলা থেকে প্রায় দুই শতাধিক প্রতিনিধি অংশ নেবেন মধ্যকালীন অধিবেশনে। পুরো অনুষ্ঠানটি হবে রবীভবন মিলনায়তনে। এবছর অসম বার্তাজীবী সংঘ ৫০ বছর পূর্ণ করে ৫১তম বর্ষে পদার্পণ করেছে। এবছরই সংঘের মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। আর মধ্যকালীন অধিবেশন ও সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে হাইলাকান্দি জেলায়। এটা জেলার কর্মরত সাংবাদিক ও সংঘের জেলা কমিটির কাছে অত্যন্ত গৌরবের।
সভাপতি জানান, প্রথমদিন অর্থাৎ ৩০ নভেম্বর শনিবার সকাল ৯ টায় শহিদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হবে দুদিনের কর্মসূচি। সকাল ৯-৩০ মিনিটে জলখাবার পরিবেশন, সকাল ১১ টায় সংগঠনের পতাকা উত্তোলন। উত্তোলন করবেন সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মধুসূধন মেধি। সকাল ১০-১৫ মিনিটে স্মৃতিতর্পণ। স্মৃতিতর্পণ করবেন রাজ্য সম্পাদক মুকুট রাজ শৰ্মা। সকাল ১০-৩০ মিনিটে শুরু হবে অধিবেশনে আসা প্রতিনিধিদের রেজিস্ট্রেশন। এদিন সকাল ১১ টা থেকে শুরু হবে প্রতিনিধি সভা ও সাধারণ সভা। প্রতিনিধি সভার উদ্বোধন করবেন রাজ্যের আজানপীর পুরষ্কারপ্রাপ্ত বিশিষ্ঠ লোকসাহিত্যিক, উপন্যাসিক তথা জিসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য। বিকেল ৩ টা থেকে শুরু হবে প্রতিনিধি সভা। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করবেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর, বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন সমাজসেবী, প্রদেশ বিজেপির তপশিলি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার।
১ ডিসেম্বর রবিবারের কর্মসূচি শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে। হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান হবে সকাল ১০:৩০ মিনিট থেকে। হাইলাকান্দি জেলার প্রবীণ সাংবাদিক সহ রাজ্যের প্রায় ১০০ সাংবাদিকদের সংবর্ধিত করবে হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘ। বেলা ২-৩০ মিনিটে শুরু হবে মুক্তমঞ্চ অর্থাৎ প্রকাশ্য অধিবেশন। প্রকাশ্য অধিবেশনে যোগ দেবেন জেলার অভিভাবক মন্ত্ৰী তথা রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী, পর্যটন এবং দক্ষতা বিকাশ মন্ত্ৰী জয়ন্ত মল্ল বরুয়া। প্রকাশ্য অধিবেশনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ঠ সাংবাদিক, শিলচর থেকে প্রকাশিত বার্তালিপি পত্রিকার মুখ্য সম্পাদক অরিজিৎ আদিত্য। অন্যতম বক্তা হিসেবে থাকবেন শিলচর থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ইস্টার্ণ ক্রনিক্যালস পত্রিকার সম্পাদক বিভূতিভূষণ গোস্বামী, নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হবিবুর রহমান। বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার, হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে গৌতম সহ আরও অনেকে। সন্ধ্যা ৫টায় থাকবে দুদিনের অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান। সাংবাদিক সম্মেলনে জেলা সম্পাদক অনুপম সিংহ অধিবেশনকে সফল করে তুলতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।