১৪ থেকে বরমবাবা মেলা, দোকানের অনুমতিপত্র মিলবে অনলাইনে
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : দক্ষিণ অসমের ঐতিহ্যবাহী তীর্থস্থল শ্রীশ্রী বরমবাবা মন্দিরের ৮৩তম মেলা শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। মেলায় দোকান বসানোর টিকিটের জন্য অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর অর্থাৎ, সোমবার থেকে। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। শ্রীশ্রী বরমবাবার মন্দির পরিচালন সমিতির সভাপতি ধ্রুবনাথ সিং জানান, মেলায় দোকান বসানোর জন্য ইচ্ছুক ব্যবসায়ীদের টিকিটের জন্য অনলাইন আবেদনের ব্যবস্থা করা হয়েছে।
barambabamandir.in এই লিঙ্কে লগ ইন করে ব্যবসায়ীরা টিকিটের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন বুকিং শুরু হচ্ছে সোমবার অর্থাৎ, ৪ নভেম্বর চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। তিনি জানান, যদি ১০ নভেম্বরের পর দোকান ভিটা থাকে তা হলে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে। তিনি এই ঐতিহ্যবাহী মেলাকে সফল করার জন্য দোকানদারের পাশাপাশি বরাক উপত্যকার সকল ধর্মপ্রাণ ব্যক্তিকে আহ্বান জানান।