চতুর্থবারের মতো বিপদসীমা অতিক্রম, বাড়ছে বরাকের জল

চতুর্থবারের মতো বিপদসীমা অতিক্রম, বাড়ছে বরাকের জল

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : চলতি বছরের চতুর্থবারের মতো বিপদসীমা অতিক্রম করল বরাক নদীরসহ উপত্যকার অন্যান্য নদীগুলো। এতে কাছাড়ে ফের বন্যার আশঙ্কার সৃষ্টি হয়েছে।

বরাক নদীতে বুধবার রাত ৮টায় অতিক্রম করে ফেলে বিপদসীমা। শিলচর। অন্নপূর্ণাঘাটে বরাকের বিপদসীমা ১৯.৮৩ মিটার। মঙ্গলবার রাত ১টায় সেখানে জলস্তর ছিল ১৯.০৩ মিটার। এরপর জলস্তর বাড়তে বাড়তে বুধবার রাত ৮টায় ছুঁয়ে ফেলে বিপদসীমা। এরপর থেকে ক্রমাগত বাড়ছে নদীর জলস্তর। কখনও এক সেমি আবার কখনও দুই সেমি করে বাড়ছে। নদীর তীরবর্তী ও নিচু এলাকা জলের তলায় চলে গেল। চতুর্থ বারের বন্যার আতঙ্কে ভুগছেন জনগণ।

Author

Spread the News