বরাকের আওয়াজের পক্ষ থেকে রাজীব করকে বিশেষ সম্মাননা প্রদান

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ মে : শিলচর তারাপুর ভাষা শহিদ স্মরণ সমিতির সুখেন্দু বিকাশ সোম স্মৃতি মঞ্চে ১৯৬১ সালের ১৯ শে মে ভাষা শহিদদের স্বীকৃতি আদায়ের স্বরূপ শিলচর তারাপুর রেলস্টেশনের ‘ভাষা শহিদ স্টেশন’ নামকরণের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে নিরলস সংগ্ৰাম ও অধ্যবসায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরাকের আওয়াজ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সমন্বয়ের পক্ষ থেকে  ডাঃ রাজীব করকে বিশেষ সম্মাননা প্রদান করল। এতে উপস্থিত ছিলেন সৌমিত্র দত্তরায়, বাবুল হোড়, সুরজিৎ সোম, শতদল আচার্য, ঝংকার পাল, শান্তনু রায়, জয়দীপ দত্ত, রুদ্রপ্রসাদ দাস, মনোজকান্তি দাস, অনুপ দেব, দিলু দাস, কৃষ্ণ কংশবনিক, অমিতাভ দে, সুমন দেব, নবেন্দু সাহা,পল্লবিতা শর্মা, প্রথমা দত্তরায়, অর্পনা পাল, সজল লস্কর সহ অন্যান্যরা।

বরাকের আওয়াজের পক্ষ থেকে রাজীব করকে বিশেষ সম্মাননা প্রদান
Spread the News
error: Content is protected !!