গুয়াহাটিতে এসিএ প্যানেল আম্পায়ারদের রিফ্রেশার কোর্সে বরাকের ৬

ইকবাল লস্কর,শিলচর।
বরাক তরঙ্গ, ২১ অক্টোবর: অসম ক্রিকেট সংস্থার  এসিএ প্যানেল আম্পায়ারদের তিন দিনের রিফ্রেশার কোর্স শেষ হল সোমবার। এতে বরাক উপত্যকা থেকে অংশগ্রহণ করেন শিলচরের হিমাদ্রি শেখর দাস, নিরঞ্জন দাস, বিজেন্দ্র প্রসাদ সিং, গোপীকান্ত সিনহা, তাজ উদ্দিন ও করিমগঞ্জের শুভ রঞ্জন সেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) আম্পায়ার এডুকেটর রাজীব রিসদকর এই সেমিনারে রিসোর্স পার্সনের দায়িত্ব পালন করেন। ক্রিকেট খেলা পরিচালনা সংক্রান্ত নিয়ম কানুনের সর্বশেষ সংযোজন সংশোধন সহ বিভিন্ন বিষয়ে এতে আলোচনা করা হয়।

এদিকে, সমাপ্তি পর্বে প্রাক্তন আম্পায়ার রিসদকরকে সংবর্ধনা জানান উপস্থিত প্রশিক্ষার্থীরা। তাঁর হাতে স্মারক উপহার তুলে দেন এসিএ – র কোষাধ্যক্ষ চিরঞ্জিত লাংথাসা, সিনিয়র আম্পায়ার শম্ভুনাথ দেব, প্রদীপ শ‌ইকিয়া, ভবানী তাসা, বিজেন্দ্র প্রসাদ সিং, তৌফিকুর রহমান, উৎপল বরা, রাকেশ তেওয়ারি, জেহিরুল ইসলাম, বিশ্বজিৎ বর্ধন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনোজ কুমার ভুঁইয়া। সোমবার দুপুরে এই অনুষ্ঠান আয়োজন হয় এসি‌এ-র নাইন্টি ওয়ান ইয়ার্ডস ক্লাবের কনফারেন্স হলে।

গুয়াহাটিতে এসিএ প্যানেল আম্পায়ারদের রিফ্রেশার কোর্সে বরাকের ৬
গুয়াহাটিতে এসিএ প্যানেল আম্পায়ারদের রিফ্রেশার কোর্সে বরাকের ৬

Author

Spread the News