নিয়োগ পরীক্ষা কেন্দ্র বরাকের সবজেলা সদরে চাই, মুখ্যমন্ত্রীকে বরাকবঙ্গ

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : রাজ্যের সরকারি দপ্তর গুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে ৩৫ হাজার নতুন নিযুক্তির জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানিয়ে ওই নিয়োগ পরীক্ষা কেন্দ্র বরাক উপত্যকার তিন জেলা সদর শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে রাখার দাবি জানিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। বিষয়টি সম্পর্কে সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পত্র লিখে সম্মেলনের আর্জির কথা জানিয়েছেন।

বরাকের তিন জেলায় নিয়োগ পরীক্ষা কেন্দ্র বসানোর দাবির যৌক্তিকতা তুলে ধরে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সাধারণ সম্পাদক দত্ত বলেছেন, উপত্যকার বেহাল সড়ক পথের জন্য প্রত্যন্ত এলাকাগুলো থেকে সময়মত দূরবর্তী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়া, রাত্রিযাপন এবং এসবের ক্ষেত্রে ব্যয় সংকুলানে আর্থিক অপারগতা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জটিল সমস্যায় ফেলতে পারে। অতীতে এ নিয়ে বিস্তর সমস্যা তৈরি হয়েছিল। তীব্র যানজটের জন্য বহু পরীক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেননি। পরীক্ষা পরিচালনা এবং আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রশাসনিক কর্তাদেরও হিমশিম খেতে হয়েছে। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে উপত্যকার তিন জেলায় নিযুক্তি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হলে পরীক্ষা ব্যবস্থাপনা সম্পর্কিত যাবতীয় জটিলতা এড়ানো সম্ভব হবে।

বরাক উপত্যকার আঞ্চলিক সরকারি ভাষা বাংলা এ বিষয়টি উল্লেখ করে  বরাকবঙ্গের সাধারণ সম্পাদক দত্ত মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে আবেদন রেখেছেন, মাতৃভাষায় দক্ষতার পরীক্ষা জন্য প্রশ্নপত্র তৈরীর সময় বরাকের ভাষা সংক্রান্ত সরকারি বিধিকে যেন যথাযোগ্য মান্যতা দেওয়া হয়। পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে জেলা ভিত্তিক নিযুক্তির দাবিও রেখেছেন সাধারণ সম্পাদক দত্ত। চিঠিতে তিনি এই আশা পোষণ করেছেন মুখ্যমন্ত্রী সহৃদয় মন নিয়ে দাবিগুলো বিবেচনা করবেন ।..
? মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যসচিবকেও বরাকবঙ্গের তরফে অনুরূপ আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে দেওয়া চিঠির প্রতিলিপি বরাকের দুই সাংসদ এবং বিধায়কদেরও কাছেও পাঠানো হয়েছে। বরাকবঙ্গের কেন্দ্রীয় সহ-সম্পাদক মিলন উদ্দিন লস্কর এক প্রেসবার্তায় এ খবর জানিয়েছেন।

Author

Spread the News