শনিবার ‘ব্যক্তিত্বে ও সৃজনশীলতায় মিথিলেশ ভট্টাচার্য’ শীর্ষক আলোচনা বরাকবঙ্গের
বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি আগামী শনিবার বিকাল চারটায় বঙ্গভবনে ‘ব্যক্তিত্বে ও সৃজনশীলতায় মিথিলেশ ভট্টাচার্য’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। তাতে নির্ধারিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য ও অবসরপ্রাপ্ত অধ্যাপক রমাপ্রসাদ বিশ্বাস।
বরাকবঙ্গের জেলা সমিতির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বরাক উপত্যকার গদ্য চর্চার ভুবনে গল্পকার মিথিলেশ ভট্টাচার্য ছিলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক। তিনি লোকান্তরে চলে গিয়েছেন বটে, তবে রেখে গিয়েছেন তাঁর অমূল্য সৃজন, যা বাংলা সাহিত্যের সম্পদ। সে সব নিয়েই আলোচনা হবে শনিবারের সভায়। তাতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে

