বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ, মুখ্যমন্ত্রীকে সাধুবাদ স্বার্থ সুরক্ষা পরিষদের
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নের জন্য মন্ত্রিসভায় বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ নামে একটি বিভাগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় উত্তরপূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ সন্তোষ প্রকাশ করেছে।
এই মর্মে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে রবিবার একটি ই-মেইল পাঠিয়ে পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন এবং বরাকের উন্নয়ন ক্ষিপ্রতর করে তুলতে তাঁর নেওয়া এই প্রয়াসের জন্য সাধুবাদ জানান। হারাণবাবু বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নের জন্য এই বিভাগ কাজ করতে যথেষ্ট ভাবে সক্ষম হবে। তিনি আরও উল্লেখ করে বলেন, পরিষদ বছর কয়েক আগে বরাক উপত্যকা উন্নয়ন পর্ষদ গঠনের দাবি জানিয়েছিল। তাই এই নতুন বিভাগটি বরাক উপত্যকার উন্নয়ন পর্ষদের বিকল্প হিসেবে কাজ করবে বলে হারাণবাবু আশা প্রকাশ করেন।
