কেমপ্রাই হসম জনগোষ্ঠীর দু’দিবসীয় বার্ষিক সম্মেলন, পুনর্গঠন বরাক ভ্যালি কমিটি

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : বরাক ভ্যালি ভিত্তিক কেমপ্রাই হসম জনগোষ্ঠীর ৫৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ধলাইয়ে। জগদীশ বর্মনের পৌরহিত্যে দু’দিনের সম্মেলন ও সাধারণ সভা সম্পন্ন হয়। বিভিন্ন কার্যক্রম সহ বরাক ভ্যালি কেম্পরাই হসম জনগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়। এতে জগদীশ বর্মনকে সভাপতি ও সঞ্জীব বর্মনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

সম্মেলনের প্রাক মুহূর্তে বীর হালডাও এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করেন কেমপ্রাই জনগোষ্ঠীরা। সম্মেলনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুশান্ত বর্মন ও পিয়লি বর্মন।

কেমপ্রাই হসম জনগোষ্ঠীর দু'দিবসীয় বার্ষিক সম্মেলন, পুনর্গঠন বরাক ভ্যালি কমিটি

বক্তব্য রাখতে গিয়ে কেমপ্রাই হসম বরাক ভ্যালি কমিটির উপদেষ্টা সুভাষ বর্মন বলেন, ১৯৬৬ সাল থেকে কেমপ্রাই হসম জনগোষ্ঠীর হয়ে কাজ করে আসছে। সমাজের পিছিয়েপড়া পরিবারের ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য সহযোগিতা করার লক্ষ্য রেখে কাজ করা হয়। তাছাড়া বরাক ভ্যালিতে মোট ১৩টি শাখা রয়েছে। আগামী এক মাসের মধ্যে জনগোষ্ঠীর সার্ভে সম্পন্ন করতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কেমপ্রাই হসম জনগোষ্ঠীর দু'দিবসীয় বার্ষিক সম্মেলন, পুনর্গঠন বরাক ভ্যালি কমিটি

তাছাড়া বক্তব্য রাখেন বরাক ভ্যালি কেমপ্রাই হসম জনগোষ্ঠীর উপদেষ্টা মনেশ্বর বর্মন ও সুশান্ত বর্মন প্রমুখ। সম্মেলনে বিগত দিনের প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ বর্মন।

কেমপ্রাই হসম জনগোষ্ঠীর দু'দিবসীয় বার্ষিক সম্মেলন, পুনর্গঠন বরাক ভ্যালি কমিটি
Spread the News
error: Content is protected !!