বরাক ভ্যালি ডিস্ট্রিক্ট পাওয়ার লিফ্টিং কম্পিটিশনে ডাঃ সৌভিকের গোল্ড মেডেল অর্জন

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : অল সাইডস্ ফিটনেস জিম সোনাই আয়োজিত বরাক ভ্যালি ডিস্ট্রিক্ট পাওয়ার লিফ্টিং কম্পিটিশনে অংশ নিয়ে গোল্ড মেডেল লাভ করেছে শিলচর জিমখানার ছাত্র ডাঃ সৌভিক দে। গত ২৬ জুলাই শিলচর গান্ধীভবন প্রক্ষাগৃহে আয়োজিত ১১০ কেজি বডিওয়েট গ্রুপের প্রতিযোগিতায় ডেডলিফ্টে ২৫০ কেজি, বেঞ্চপ্রেসে ১৪৫ কেজি, স্কুয়াটে ২৪০ কেজি সমেত সর্বমোট ৬৩৫ কেজি উত্তোলন করে প্রথম স্থান (গোল্ড মেডেল) এর কৃতিত্ব অর্জন করেন সৌভিক। পাশাপাশি স্ট্রংম্যান এওয়ার্ড লাভ করে রাজ্য স্তরের প্রতিযোগিতায় যোগদানের ছাড়পত্রও আদায় করতে সক্ষম হয়েছে সৌভিক। 

তাঁর এই সাফল্যে খুশি ব্যক্ত করে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শিলচর জিমখানার প্রশিক্ষক রাজদীপ অধিকারী। উল্লেখ্য প্রতিযোগিতাটি আয়োজন করতে সহযোগিতার হাত বাড়িয়েছে অল আসাম আইরণ গেম্স এসোশিয়েশন যা অল আসাম স্পোর্টস ফেডারেশনের একটি ইউনিট। এদিকে, গোল্ড মেডেল অর্জন করে ডাঃ সৌভিক বলেন, প্রশিক্ষক রাজদীপ অধিকারী তাকে ভালো প্রশিক্ষণ দিয়েছেন বলেই তার পক্ষে গোল্ড মেডেল অর্জন করা সম্ভব হয়েছে। তিনি তারজন্য রাজদীপ অধিকারীকে আন্তরিক ধন্যবাদ জানান।

Spread the News
error: Content is protected !!