বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বণ্টন বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ২৫ জুন : করিমগঞ্জ জেলার বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে দাঁডালো ছাত্র সংস্থা বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটি কর্মকর্তারা গত দু’দিন থেকে ছাত্র সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির এক প্রতিনিধি দল বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কিছু ত্রাণ সামগ্রী বণ্টন করেছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, লবন, বিস্কুট ও পানীয়জল ইত্যাদি।

বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বণ্টন বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের

বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বণ্টনে জন্য
বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির কর্মকর্তারা তিন দিন ধরে পাথারকান্দি আছিমগঞ্জ বারইগ্ৰাম ও নিলামবাজার বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে চাঁদা সংগ্রহ করে। এই সংগৃহিত অর্থ থেকে ত্রাণ সামগ্রী ক্রয় করে বানভাসি পরিবারের মধ্যে বণ্টন করেন। এতে তারা খাদ্য সামগ্রী নৌকা নিয়ে বিভিন্ন গ্রামে দুর্গত মানুষের কাছে পৌছে দেন।

বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বণ্টন বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের

এতে চাঁদা সংগ্রহ থেকে ত্রাণ বণ্টনে ছিলেন সংগঠনের করিমগঞ্জ জেলা সভাপতি হুসেইন আহমেদ ও সহসভাপতি আহাব উদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন সহসম্পাদক মিসবাহুল ইসলাম, দুই উপদেষ্টা শামীম আহমেদ ও নীহাররঞ্জন দেবনাথ।

Author

Spread the News