বরাক বার্তার সংবর্ধনা অনুষ্ঠান শুরু, রবিবার কবি সম্মেলন
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : বরাক বার্তার উদ্যোগে আয়োজিত উত্তর পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক ও সংবর্ধনা সম্মান সমারোহ অনুষ্ঠানের প্রথম দিন যোগাসন প্রতিযোগিতা ও প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের অনুষ্ঠান সম্পন্ন হল শিলচর গান্ধী ভবনে। শনিবার যোগাসন প্রতিযোগিতায় কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার প্রায় ১০০ জন প্রতিযোগী (সীমিত ২০ বছরের) বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তথা বিশিষ্ট ব্যক্তিত্ব বিভাস দেব। বিপাশিস চক্রবর্তী ও অন্যান্য সহযোগীরা প্রাথমিকভাবে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে যুগাসং প্রতিযোগিতা ও বিশেষ ভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিন আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন সুজয় নাথ, সঞ্জীব সিং, তাপস নাথ প্রমুখ। আগামীকাল দুপুর বারোটায় বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হবে আলোচনা সভা। দুপুর তিনটায় থাকছে ভোজপুরি ও হিন্দি কবি সম্মেলন। এতে অংশগ্রহণ করবেন উত্তর পূর্বাঞ্চলের কয়েকজন বিশিষ্ট হাস্যকরী ও বিশিষ্ট কবিরা। সন্ধ্যা ৫-৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মুখ্য আকর্ষণ সংবর্ধনা অনুষ্ঠান। এতে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে ও জনসভায় বিশেষ ভূমিকা পালন করার জন্য সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হবে ১২জন বিশিষ্ট ব্যক্তিকে। থাকছে বিভিন্ন ভাষা গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষ পর্যায়ে থাকছে দেবী দুর্গার আগমনের অনুষ্ঠান দেবী দুর্গতিনাশিনী। এ অনুষ্ঠানের সকল স্তরের নাগরিকদের উপস্থিতি কামনা করেছেন বরাবর্তার পক্ষ থেকে নির্দেশক শিবশঙ্কর সিং।