করিমগঞ্জে বরাক ধামাইল উৎসব শুরু

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : করিমগঞ্জে শুরু হল বরাক ধামাইল উৎসব ২০২৪। ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) ‘বরাক সংস্কৃতি প্রেমি মঞ্চ’-এর সহযোগিতায়, জেলা গ্রন্থাগারে অনুষ্ঠানটি যথাযথভাবে আয়োজন করে। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার সর্বস্তরের ধামাইল দল অংশগ্রহণ করে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মানিত ব্যক্তিবর্গ সমাজসেবক অভিজিৎ দেব লস্কর, করিমগঞ্জ পুরসভা বোর্ডের চেয়ারম্যান রবীন্দ্র দেব, করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, অধ্যাপক সঞ্জয়কুমার সীল, নীলাঞ্জন দে, নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিসচন্দ্র দেব, প্রধান উপদেষ্টা (কমিটির) রসরাজ দাস এবং ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক সঞ্জীব রায়।

ধামাইলে বিভিন্ন দলের মধ্যে  নৃত্যলয় ড্যান্স অ্যাকাডেমি প্রথম, নৃত্য সঙ্গম দ্বিতীয় এবং নূপুর নৃত্যালয় তৃতীয় স্থান অর্জন করে এবং ২৫ ফেব্রুয়ারি শিলচরে মেগা ফাইনালে অংশ নেওয়ার জন্য মনোনয়ন পায়। ফাইনালের জন্য আরও দু’টি গ্রুপ উইং ফর ইয়ুথ এবং বীণাপানি ধামাইল গ্রুপকে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ দেওয়া হয়। ইয়াসি চেংকুরি কমিটির দ্বারা স্পনসরকৃত প্রথম তিনজন স্থান অধিকারী প্রত্যেককে একটি করে ট্রফি সহ শংসাপত্র প্রদান করা হয়।

করিমগঞ্জে বরাক ধামাইল উৎসব শুরু

অতিথিরা প্রধান আহ্বায়ক গৌতম সরকার, চেয়ারম্যান কৃষ্ণেন্দু নাথ, অঙ্কিতা ভট্টাচার্য, শান্তনু রায়, স্বপন রায়, অনিরুদ্ধ নন্দী প্রমুখ পুরস্কার গুলো তুলে দেন। প্রখ্যাত সাংস্কৃতিক কর্মী এবং নাট্যকার আশিস পুরকায়স্থ তার অসামান্য পরিষেবার জন্য সংবর্ধিত করে আয়োজকরা ৷ শিপ্রা পুরকায়স্থ ধামাইল প্রতিযোগিতার বিচারক ছিলেন এবং তাকেও সম্মানিত করা হয়েছিল ৷ আয়োজকরা মর্যাদাপূর্ণ ইভেন্টের সহযোগী অংশীদার হওয়ার জন্য করিমগঞ্জের নেতাজি স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন।

করিমগঞ্জে বরাক ধামাইল উৎসব শুরু

বন্দিতা ত্রিবেদী রায় অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন এবং অনেক গ্ল্যামারের সঙ্গে অনুষ্ঠানটি পরিচালনা করেন। সকল বক্তারা ধামাইলকে এভাবে প্রচার করার জন্য আয়োজক দের প্রচেষ্টার প্রশংসা করেন। ‘মেগা ইভেন্টের’ পরবর্তী অধ্যায়টি হাইলাকান্দিতে ১৮ ফেব্রুয়ারি রবিবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে।

করিমগঞ্জে বরাক ধামাইল উৎসব শুরু

Author

Spread the News