বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় জামাকাপড় খুলিয়ে পরীক্ষা, তামিলনাড়ুতে ৪ জনকে মারধর!

২৫ জুলাই : বাংলাভাষীদের ভিনরাজ্যে হেনস্তার অভিযোগ উঠেছিল আগেই। এবার হরিয়ানার (Haryana) গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে বাংলাভাষী যুবকদের থানায় নিয়ে গিয়ে জামাকাপড় খোলানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সন্দেহভাজনদের ডিটেনশন সেন্টারে আটকে রাখারও অভিযোগ উঠেছে। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই শ্রমিকদের একজন অসমের চিরাংয়ের বাসিন্দা, অপরজন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের বাসিন্দা।

অন্যদিকে, তামিলনাড়ুতে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের চার যুবককে মারধরের অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুর্শিদাবাদের চারজন নির্মাণশ্রমিক হিসাবে কাজ করার জন্য সপ্তাহ তিনেক আগে চেন্নাই গিয়েছিলেন। অভিযোগ, ১৫ জুলাই তামিলনাড়ুর তিরুভাল্লুরে কয়েকজন তাঁদের নাম-পরিচয় জিজ্ঞাসা করেন। চারজন বাংলায় কথা বলতেই তাঁদের লোহার রড, লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। প্রাথমিক চিকিৎসার পর চারজনই মুর্শিদাবাদে ফিরে এসেছেন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!