চিন্ময় প্রভূর পাশে থাকার বার্তা দিল বাংলাদেশ ইসকন

২৯ নভেম্বর : চিন্ময় প্রভুর সঙ্গে দূরত্ব নয়। তাঁর পাশে থাকার বার্তা দিল বাংলাদেশ ইসকন । বৃহস্পতিবার বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশে দাবি করা হয়, চিন্ময় প্রভুর  সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে ইসকন। শুক্রবার সেই দাবি নস্যাৎ করে বাংলাদেশ ইসকন পাল্টা বিবৃতি জারি করে।

বিবৃতিতে জানানো হয়, “চিন্ময় প্রভুর সঙ্গে আগেও কোনও দূরত্ব হয়নি। এখনও কোনও দূরত্ব বজায় রাখা হচ্ছে না। হিন্দুদের সুরক্ষার দাবিতে চিন্ময় প্রভুর শান্তিপূর্ণ আন্দোলনকে ইসকন সমর্থন করে।” বাংলাদেশের মিডিয়া বৃহস্পতিবার দাবি করেছিল চিন্ময় প্রভুর কার্যকলাপের উপর ইসকনের কোনও দায় নেই। শুক্রবার সেই রিপোর্ট ভুল বলে দাবি ইসকনের।

“বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা (Safety of Hindus) নিশ্চিত করতে বাকি সনাতনী সংগঠনগুলির মতোই আমরাও এই লড়াইকে সমর্থন করি। বাংলাদেশে সংখ্যালঘুরা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন তার পক্ষে আমরা। তবে বাংলাদেশ ইসকনের মুখপাত্র নন চিন্ময় প্রভু। বিভিন্ন সংবাদমাধ্যমে বিবৃতি ও সাক্ষাৎকারে এতদিন এটাই বলার চেষ্টা করা হচ্ছিল,” বিবৃতিতে এমনটাই জানান ইসকন।

“বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা (Safety of Hindus) নিশ্চিত করতে বাকি সনাতনী সংগঠনগুলির মতোই আমরাও এই লড়াইকে সমর্থন করি। বাংলাদেশে সংখ্যালঘুরা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন তার পক্ষে আমরা। তবে বাংলাদেশ ইসকনের মুখপাত্র নন চিন্ময় প্রভু। বিভিন্ন সংবাদমাধ্যমে বিবৃতি ও সাক্ষাৎকারে এতদিন এটাই বলার চেষ্টা করা হচ্ছিল,” বিবৃতিতে এমনটাই জানান ইসকন।

বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী এদিন বলেন, “বাংলাদেশ ইসকনকে টার্গেট করে ধারাবাহিকভাবে মিথ্যে প্রচার করা হচ্ছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ধরে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ইসকনকে মৌলবাদি দেগে দেওয়ার ষড়যন্ত্র চলছে।” এর আগে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি তোলা হয়। যদিও সেই আবেদন খারিজ করে দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট।

চিন্ময় প্রভূর পাশে থাকার বার্তা দিল বাংলাদেশ ইসকন

অন্যদিকে, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু-সহ ইসকন বাংলাদেশের ১৭ জন সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল বাংলাদেশ ব্যাঙ্কের আর্থিক গোয়েন্দা সংস্থা। আগামী ৩০ দিন কোনও ধরনের লেনদেন করতে পারবেন না তাঁরা। প্রয়োজনে স্থগিতের সময় বাড়ানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

Author

Spread the News