রেমাল : হাইলাকান্দিতে সাঁতার কাটার উপর নিষেধাজ্ঞা

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৭ মে : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে হাইলাকান্দি জেলার ওপর দিয়ে  ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সাথে অত্যধিক বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস থাকার ফলে হাইলাকান্দি জেলা প্রশাসনের বিপর্যয় শাখা থেকে জেলার জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার্থে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অনুসারে জেলার সব নদী ও জলাশয় গুলিতে ২৭ ও ২৮ মে সাঁতার কাটার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই দুইদিন জেলায় কৃষি সংক্রান্ত কাজকর্ম যেমন চাষাবাদ, পশু চরাচর ইত্যাদি ও নিষিদ্ধ থাকছে।

ত্রাণ ও উদ্ধারকাজ ছাড়া নৌকা চালানো এবং ফেরিঘাটের নৌকা চলাচলও বন্ধ থাকবে। এছাড়া সোম মঙ্গলবার দুই দিন জেলার নদী এবং জলাশয়ে মাছ ধরাও নিষিদ্ধ থাকবে। জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য এই আদেশ জারি করা হয়েছে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে।

Author

Spread the News