একজিট পোলের ওপর নিষেধাজ্ঞা জারি

একজিট পোলের ওপর নিষেধাজ্ঞা জারি

জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : একজিট পোলের ওপর নিষেধাজ্ঞা জারি করল কমিশন। সম্প্রতি ভারতীয় নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে একজিট পোলের ওপর নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে কমিশন জানিয়েছে সপ্তম তথা শেষ দফার ভোট সুষ্ঠভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনও ধরনের একজিট পোল করা যাবে না। তাই ভোটের ফল সম্পর্কিত কোনও একজিট পোলের প্রোগ্রাম বা নিবন্ধ সম্প্রচার বা প্রকাশ করতে সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে নিষেধ করেছে কমিশন।

এই নিষেধাজ্ঞা আগামী ১৯ এপ্রিল, ২০২৪ সকাল ৭টা থেকে ১ জুন, ২০২৪ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, কোন দল সরকার গঠন করতে পারে তার পূর্বাভাস পাওয়ার জন্য ভোটারদের দিয়ে বিভিন্ন সংস্থা যে একজিট পোল করে তা ওই সময় সীমায় নিষিদ্ধ করা হয়েছে।

Author

Spread the News