এইচএসএলসি পরীক্ষা উপলক্ষে করিমগঞ্জ শহরে ই-রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা

বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : আগামীকাল ৩ মার্চ থেকে শুরু হওয়া  এইচএসএলসি পরীক্ষার  পরীক্ষার্থীদের যানজট বিহীনভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে পরীক্ষার দিনগুলিতে করিমগঞ্জ শহরে ই-রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করিমগঞ্জের পুরপতি করিমগঞ্জ জেলা প্রশাসনকে লেখা এক পত্রে জানিয়েছেন, এইচএসএলসি পরীক্ষার দিনগুলিতে করিমগঞ্জ শহরে ই-রিক্সা চলাচলের জন্য সৃষ্ট যানজট সমস্যার ফলে পরীক্ষার্থীদের যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বাধা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে পরীক্ষার দিনগুলিতে সকাল ১০টা পর্যন্ত করিমগঞ্জ শহরে ই-রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে সুপারিশ করেছেন পুরপতি। তবে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়ার জন্য নিয়োজিত ই-রিক্সায় বসা পরীক্ষার্থীদের প্রমাণ পত্র যাচাই করে ছাড় দিতে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে জেলা পরিবহন বিভাগকে এইচএসএলসি পরীক্ষার দিনগুলিতে করিমগঞ্জ শহরে ই রিক্সা চলাচল নিয়ন্ত্রিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদন : জনসংযোগ, করিমগঞ্জ।

Author

Spread the News