বজরং এর অস্ত্র প্রশিক্ষণ : গ্রেফতার অধ্যক্ষ সহ দুইজন

বরাক তরঙ্গ, ১ আগস্ট : মঙ্গলদৈয়ে বজরং দলের অস্ত্র প্রশিক্ষণ ঘটনায় স্কুল অধ্যক্ষ সহ দুইজনকে গ্রেফতার করা হয়। অসম পুলিশের প্রধান জিপি সিং মঙ্গলদাই পুলিশকে তদন্তের নির্দেশ দেন। জিপি সিং টুইট করেছেন যে বজরং দল অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে এবং দরং পুলিশকে তদন্ত ও মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। এরপরই দরং পুলিশ স্কুলের অধ্যক্ষ সহ দুজনকে গ্রেফতার করে। মঙ্গলদৈ থানায় একটি মামলাও করা হয়েছে।

এ দিকে, মঙ্গলদৈয়ে বজরং দলের অস্ত্র প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন দল ও সংগঠনের প্রতিক্রিয়ার পর নতুন তথ্য প্রকাশ পেয়েছে। জানা যায়, যোগ প্রশিক্ষণ শিবিরের নামে মহর্ষি বিদ্যামন্দির কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছিল বজরং দল।

কর্মসংস্থান ও নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়। বজরঙ্গি জানিয়েছেন, তিনি স্কুল কর্তৃপক্ষের সমস্ত নিয়ম মেনে চলবেন।

ঘটনাটি ঘটেছে বজরং দলের সমাবেশে জেলা প্রশাসন এ ব্যাপারে সবই জানতেন। বজরং দল কমিশনারের অফিস থেকে সমাবেশের অনুমতিও চেয়েছে।

উল্লেখ্য, সোমবার তদন্তের পর পুলিশ জানিয়েছে, বজরং দল অস্ত্র প্রশিক্ষণের নামে পুতুল, পিস্তল এবং এয়ারগান ব্যবহার করেছে। পুলিশ আরও জানায়, প্রশিক্ষণ স্থল থেকে কোনো বিস্ফোরক বা পিস্তলের কার্তুজ উদ্ধার করা হয়নি।

Author

Spread the News