ফকিরাবাজারের সভায় টিকিট প্রত্যাশীর নামে স্লোগান, চটে গেলেন বদরুদ্দিন!

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : উত্তর করিমগঞ্জ বিধানসভার কেন্দ্রের ফকিরাবাজারের অনুষ্ঠিত সভায় জনৈক টিকিট প্রত্যাশীর নামে স্লোগান শোনে চটে যান দল সুপ্রিমো বদরুদ্দিন আজমল। কর্মী সমর্থকদের এ ধরনের আচরণকে তিনি নেহাত শিশুসুলভ আচরণ বলে মনে করেন। মওলানা বদরুদ্দিন আজমলের এই বক্তব্য থেকে বোঝা গেল যে এতদিন তিনি সেটা হজমই করে আসছিলেন। কেননা, আলগাপুরের এক কর্মী সম্মেলনেও কতিপয় সমর্থক একই প্রত্যাশীকে টিকিট দেওয়ার দাবিতে ‘জিন্দাবাদ ধ্বনি উঠিয়েছিল’। এবার ফকিরাবাজারের সভায় মওলানা বদরুদ্দিনর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। তিনি বলেন, এ ধরণের কংগ্রেসি কালচার ইউডিএফে চলবে না, এটা একটা শিশুসুলভ আচরণ।

ফকিরাবাজারের সভায় টিকিট প্রত্যাশীর নামে স্লোগান, চটে গেলেন বদরুদ্দিন!

সংশ্লিষ্ট টিকিট প্রত্যাশীকে পাশে বসিয়ে বদরুদ্দিন আরও বলেন, কিছু লোক দিয়ে নিজের নামে জিন্দাবাদ ধ্বনি উঠানোর কাজটা ভালো হয়নি। এ নিয়ে তিনি চাঁচাছোলা ভাষায় ওই মনোনয়ন প্রত্যাশীকেই দায়ী করেন। সুপ্রিমোর কথায়, এটা যদি দলীয় স্লোগান হয়ে থাকে, তাহলে তো কেএম বাহারুল ইসলামের নামেও স্লোগান দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, যা দুর্ভাগ্যজনক। এটা কংগ্রেসের বৈষম্য সংস্কৃতি।

Author

Spread the News