গুয়াহাটির হোটেলে মৃত্যু বাংলাদেশের ব্যাডমিন্টন আম্পায়ারের

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : গুয়াহাটিতে আকস্মিক মৃত্যু ঘটল  বাংলাদেশের ব্যাডমিন্টন আম্পায়ারের। আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল মারা গেছেন। সোমবার হোটেল রত্ন মৌলি প্যালেসের একটি কক্ষে মৃত পাওয়া যায় রাসেলকে।

ব্যাডমিন্টন ম্যাচ পরিচালনা করতে গুয়াহাটিতে এসেছিলেন বাংলাদেশের রাসেল। আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ নবীনচন্দ্র বরদলৈ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।

গুয়াহাটির হোটেলে মৃত্যু বাংলাদেশের ব্যাডমিন্টন আম্পায়ারের
Spread the News
error: Content is protected !!