জিরি কলেজে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : ক্রীড়া ও যুব বিকাশের প্রচারের জন্য আসাম রাইফেলস ও জিরি কলেজে কর্তৃপক্ষ আয়োজন করেছে মণিপুরের জিরিবামের বিদ্যানগরে স্থানীয় যুবকদের জন্য দু ‘দিনের ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আগামীকাল টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। সোমবার প্রদীপ প্রজ্জ্বলন করে টুর্নামেন্টের সূচনা হয়। প্রতিযোগিতার উদ্দেশ্য হল খেলাধুলার প্রচার এবং স্থানীয় জনগণকে তাদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি মঞ্চ প্রদান করা। টুর্নামেন্টে চল্লিশটি অংশগ্রহণকারী নিয়ে কুড়িটি দল অংশ নিয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে, এই অঞ্চলের শিক্ষার্থী এবং তরুণ ক্রীড়া উৎসাহীদের উৎসাহী অংশগ্রহণ দেখা গেছে। আসাম রাইফেলস ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করছে।

জিরি কলেজে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আসাম রাইফেলসের

জিরি কলেজ এবং অসম রাইফেলসের লক্ষ্য আগামী ভবিষ্যতে যুবসমাজের মধ্যে ক্রীড়া ও ফিটনেসের সংস্কৃতি প্রচারের পাশাপাশি এই অঞ্চলে সম্প্রদায়ের সম্পৃক্ততা ও উন্নয়নকে উৎসাহিত করার জন্য এই ধরনের অনেক অনুষ্ঠানের আয়োজন করা।

জিরি কলেজে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আসাম রাইফেলসের
Spread the News
error: Content is protected !!