বদরপুর এসডিআরএফ বাহিনীকে সংবর্ধনা দুই সমাজকর্মীর

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৯ মে : সম্প্রতি ঝড় তুফানে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় বদরপুর কেন্দ্রের মাছলি ও নন্দপুর। বিধংসী ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙ্গে দু’টি গ্রামের রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। আর এই দুর্ভোগের সময়ে এসডিআরএফের ভূমিকা দেখে কৃতজ্ঞতা প্রকাশ করে সংবর্ধনা জানালেন সমাজকর্মী মুন্নি ছেত্রী ও নন্দপুরের বিশিষ্ট ব্যক্তি বিধূভূষন দত্ত।

উল্লেখ্য, মাসদিন ধরে চলে আসা ঝড়, শিলাবৃষ্টিতে গোটা বরাক উপত্যকা এক বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে। যার মধ্যে বিশেষ করে করিমগঞ্জ জেলার ভাঙ্গা মাছলি জিপি এবং ভাঙ্গা নন্দপুর এলাকা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। মাছলি জিপিসহ গোটা নন্দপুর এলাকার বিদ্যুতের খুঁটিসহ গাছগাছালি ভেঙ্গে পড়ে। বহু মানুষের ঘর ভূপতিত হয়। আবার ঘরের উপর ভেঙে পড়ে বিশাল আকারের গাছ-গাছালি। ভেঙে পড়া গাছ ও  বিদ্যুতের খুঁটি মাছলি জিপির রাস্তা সম্পূর্ণ অবরোধ হয়ে পড়ে। খবর পেয়ে সক্রিয় ভাবে মাঠে এসডিআরএফ। বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় রাস্তাঘাট অবরোধ মুক্ত করে চলাচল স্বাভাবিক করতে সক্ষম হন।

বদরপুর এসডিআরএফ বাহিনীকে সংবর্ধনা দুই সমাজকর্মীর

বিপদের দিনে তাদের এমন কর্মতৎপরতা এবং সক্রিয় মানবিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার বদরপুরে ফায়ার সার্ভিসের অফিসে এসে সমস্ত ভাঙ্গাবাসীর তরফ থেকে সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং নন্দপুরের বিশিষ্ট ব্যক্তি বিধূভূষন দত্ত তাঁদের সংবর্ধনা প্রদান করেন।

বদরপুর এসডিআরএফ বাহিনীকে সংবর্ধনা দুই সমাজকর্মীর

এদিন অসম সরকারের ইমারজেন্সি সার্ভিসের জন্য কাজ করা বদরপুর শাখার ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তাদের ভূয়সী প্রসংশা করেন তাঁরা।

Author

Spread the News