বদরপুরে বাকসের শ্রীভূমি জেলার বর্ষসেরা অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) শ্রীভূমি জেলা শাখার বর্ষসেরা অনুষ্ঠান রবিবার বদরপুরের আল হিরা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে আয়োজিত হল। এতে বিভিন্ন ইভেন্টে শ্রীভূমি জেলার কৃতীদের পুরস্কার তুলে দেওয়া হয়। এবার যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁরা হলেন- মৃত্তিকা সরকার (বর্ষসেরা মহিলা ক্রিকেটার), সৈয়দ রেজাউল করিম (বর্ষসেরা পুরুষ ক্রিকেটার), আমিরুল হাসান (বর্ষসেরা ফুটবলার), দেবাদৃতা সাহা সরদার (বর্ষসেরা দাবাড়ু), সংহিতা দাস (বর্ষসেরা ক্যারাটে খেলোয়াড়) ও আমিনুল হুসেন (বর্ষসেরা হকি খেলোয়াড়)। আসাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করায় বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে নবীনচন্দ্র কলেজের ক্রিকেটার পীযূষ দাসকে। বয়স ভিত্তিক রাজ্য দাবায় চ্যাম্পিয়ন সৈয়দ মেহদিকেও বিশেষ পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়। এছাড়া সম্মান জানানো হয় জাতীয় রেফারি নির্মল ভট্টাচার্যকে।

অনুষ্ঠানে তারা বাংলা রাইজিং স্টার বিএন মিউজিক কম্পিটিশনের ফাইনালিস্ট অনামিকা কর্মকার, বদরপুরঘাট সঙ্গীত বিদ্যালয়ের রাখি দাস সহ স্নিগ্ধা পাল ও নিষ্ঠা চক্রবর্তী সঙ্গীত পরিবেশন করেন। তবলায় সঙ্গত করেন প্রবাল দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাকসের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন। স্বাগত ভাষণ রাখেন শ্রীভূমি জেলা বাকসের সচিব যিশু শুক্লবৈদ্য।

এদিন প্রধান অতিথির বক্তব্যে বাকসের কাজকর্মের প্রশংসা করেন দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তথা বাক্সের উপদেষ্টা হবিবুর রহমান চৌধুরী। তিনি ছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক আব্দুর রাজ্জাক, আল হিরা স্কুলের সম্পাদক সেলিম খান, বাকসের কেন্দ্রীয় সভাপতি রতন দেব, কেন্দ্রীয় সচিব বিশ্বনাথ হাজাম, কেন্দ্রীয় পর্যবেক্ষক শতানন্দ ভট্টাচার্য, প্রাক্তন সচিব তাজ উদ্দিন প্রমুখ। তাঁরা পুরস্কারও তুলে দেন। এছাড়া পুরস্কার তুলে দেন মনসুর আলম, টিংকু সেন সানু চৌধুরী, অরুণ কর্মকার, সৈয়দ জাহান হোসেন, অভিজিৎ দেব, শুভেন্দু দাশ প্রমুখ।

আল হিরা স্কুলের পক্ষ থেকে সেলিম খান এদিন এক বিশেষ ঘোষণা করেন। প্রতি বছর বর্ষসেরা অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াক্ষেত্রে অবদান রেখেছেন এরকম একজন ক্রীড়া সাংবাদিককে পুরস্কার দিতে আগ্রহ প্রকাশ করেছেন তাঁরা। আগামীতে বাক্স কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।

Spread the News
error: Content is protected !!