ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ, মৃত্যু রোগীর
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : ফের চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল। এমন অভিযোগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য বিরাজ করছে উপতাকাজুড়ে। শিলচরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ত্রিপুরার এক পরিবার এই অভিযোগ তুলেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পরিবার ও স্থানীয়রা দাবি করছেন, সময়মতো চিকিৎসা না দেওয়ার ফলেই রোগীর মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তেজিত জনতা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন।
পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, রোগীকে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়। চিকিৎসকের উপস্থিতি না থাকায় অবশেষে মারা যান ওই মহিলা। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। তবে ভিডিওটি যাচাই করেনি বরাক তরঙ্গ।
