শিলচর দলিল লেখক কার্যালয়ের মহুরি আজিজ আহমেদ প্রয়াত 

বরাক তরঙ্গ, ১ জুলাই : শিলচর শহরতলী দুধপাতিল ষষ্ঠ খণ্ডের বাসিন্দা আলহাজ আজিজ আহমেদ লস্কর ওরফে আজিজ মহুরী প্রয়াত হলেন। সোমবার সকাল আটটায় সময় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। 
মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬ বছর। রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন।

প্রয়াত আজিজ আহমেদ দুই দশক থেকে শিলচর দলিল লেখক হিসেবে নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন। তাঁর মৃত্যুর খবর শুনে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেন শিলচর দলিল লেখক কার্যালয়ের সদস্য নাসির আহমদ বড়ভূইয়া, ডিড রাইটার অ্যাসোসিয়েশনের সম্পাদক ফকরুল ইসলাম লস্কর, সভাপতি নুরুল হক বড়ভূইয়া, আহমেদ হোসেন বড়লস্কর, আব্দুল ওয়াহিদ বড়লস্কর। বর্তমান ডেপুটি রেজিস্ট্রার অফিসের বড়বাবু উত্তমকুমার দাস সিনিয়র সাবরেজিস্ট্রারের বড়বাবু মিলন মালাকার। প্রাক্তন সাব রেজিসটার অফিসের বড়বাবু আব্দুল জলিল মাঝারভূইয়া, প্রাক্তন ডিপুটি রেজিস্ট্রার অফিসের বড়বাবু আউলাদ হোসেন লস্কর প্রমুখ। বিকেল ৫ টায় জানাজার দুধপাতিল ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রয়াত আজমান আলি লস্করের দ্বিতীয় পুত্র ছিলেন আজিজ আহমেদ। 

Author

Spread the News