শিলচর রেলস্টেশনে আজাদ হিন্দ রোড উন্নয়ন কমিটি ও বঙ্গবীর সংঘের অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১৯ মে : মাতৃভাষা শহিদ দিবসের সকাল থেকেই শুরু হয়েছে স্মরণ অনুষ্ঠান শিলচর শহরে। প্রভাত ফেরি, শ্মশানে শ্রদ্ধা জানানো সহ শিলচর রেলস্টেশনে শহিদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচরের বিভিন্ন বেসরকারি সংস্থা।

শিলচর আজাদ হিন্দ রোড উন্নয়ন কমিটি ও বঙ্গবীর সংঘ ব্যবস্থাপনায় ১৯শে মে ভাষা শহিদ দিবস স্মরণে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রথমে ১১ জনকে ভাষাসেনানীকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন আজাদ হিন্দ রোড উন্নয়ন কমিটি ও বঙ্গবীর সংঘের সদস্যরা।

শিলচর রেলস্টেশনে আজাদ হিন্দ রোড উন্নয়ন কমিটি ও বঙ্গবীর সংঘের অনুষ্ঠান

বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ১৯শে মে ভাষা শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা শিলচর রেলস্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহিদ স্টেশন নামকরণ ও শহিদ স্বীকৃতি এবং পরিবারকে সরকারি সাহায্য প্রদানের দাবি রাখেন।

শিলচর রেলস্টেশনে আজাদ হিন্দ রোড উন্নয়ন কমিটি ও বঙ্গবীর সংঘের অনুষ্ঠান
শিলচর রেলস্টেশনে আজাদ হিন্দ রোড উন্নয়ন কমিটি ও বঙ্গবীর সংঘের অনুষ্ঠান
Spread the News
error: Content is protected !!