মধুরবন্দী গ্ৰামে নৌকডুবি ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন আয়েশা সুলতানা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জুন : সোনাইয়ের দক্ষিণ মোহনপুর জিপির অন্তর্ভুক্ত মধুরবন্দী গ্ৰামে নৌকাডুবি ঘটনায় মৃত্যু হওয়া ছয়টি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন অসম গন পরিষদ দলের সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী। রবিবার মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের প্রত্যেক সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আগামী দিনে তাঁদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন তিনি।
মৃতের পরিবার সহ বসবাসকারী জনগন উপস্থিত হওয়া আয়েশা সুলতানা চৌধুরীকে জানান, এই রাস্তাটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রাক্তন বিধায়ক ও বর্তমান বিধায়ককে বারবার অবগত করালেও এই রাস্তার মেরামত সহ উচু করা হয়নি। অথচ এই বেহাল রাস্তা দিয়ে দু’টি গ্ৰামের প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। সঠিক নেতৃত্বের অভাবে দীর্ঘ বছর থেকে সার্বিক উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত সোনাইবাসী।
সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী বলেন, তিনি এই বেহাল রাস্তাটির বিষয়টি নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করেবেন। আগামীতে রাস্তাটি উঁচু করার বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানান।