জুমার নামাজে খুতবা দিবেন আয়াতুল্লাহ

৪ অক্টবোর : ৫ বছর পর আজ জুমার নামাজে ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে ‘চরম পরিণতির ভোগের’ হুঁশিয়ার দিয়ে আসছে ইসরাইল। এর মধ্যেই জুমার নামাজে খুতবা প্রদান করতে আসছেন খামেনি।

এই খুতবায় ইজরাইলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দিতে পারেন তিনি। খামেনির খুতবাকে ইরানের রাজনীতিতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। কারণ প্রায় পাঁচ বছর পর সর্বোচ্চ ধর্মীয় নেতার এটিই প্রথম জুমার খুতবা। এই সময়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো জটিল রুপ নিয়েছে।

খামেনি শেষবার জুমার নামাজের নেতৃত্ব দিয়েছিলে ২০২০ সালের ১৭ জানুয়ারি। মার্কিন ড্রোন হামলায় ইরানে অভিজাত বিপ্লবী বাহিনী কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার পর উত্তেজনাকর সময়ে খুতবা দেন তিনি। সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর জুমার নামাজে ইমামতি করেছিলেন খামেনি।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা।

জুমার নামাজে খুতবা দিবেন আয়াতুল্লাহ
জুমার নামাজে খুতবা দিবেন আয়াতুল্লাহ

Author

Spread the News