শিলচর সিভিল হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবসে সচেতনতা ও টিকাদান কর্মসূচি
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে এসএম দেব সিভিল হাসপাতালে এক বিশেষ সচেতনতা সভা ও হেপাটাইটিস বি টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম (এনভিএইচসিপি), কাছাড়-এর অধীনে আয়োজিত হয়। যার উদ্দেশ্য ছিল স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রতিরোধমূলক সচেতনতা বৃদ্ধি এবং পেশাগত সংক্রমণ থেকে তাদের সুরক্ষা নিশ্চিত করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অরূপকুমার পাটোয়া। উপস্থিত ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট ডাঃ জিতেন্দ্র সিং হাজরি, হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্রের নোডাল অফিসার ডাঃ মধুমিতা ভট্টাচার্য এবং এনভিএইচসিপি-এর জেলা নোডাল অফিসার ডাঃ রোহন বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র চিকিৎসকবৃন্দ, নার্স এবং হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।
ডাঃ রোহনবিশ্বাস বলেন, ২০১৮ সালে ভারত সরকার কর্তৃক চালু হওয়া এনভিএইচসিপি কর্মসূচিটি হেপাটাইটিস বি ও সি সংক্রমণের হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত রক্ত ও শারীরিক তরলের সংস্পর্শে আসেন, ফলে তাদের টিকাদান অত্যন্ত জরুরি এবং এটি সংক্রমণ রোধে একটি কার্যকর ব্যবস্থা।
ডাঃ মধুমিতা ভট্টাচার্য জানান, হেপাটাইটিস একটি প্রায়শই নীরব ও দীর্ঘস্থায়ী সংক্রমণ যা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না। তিনি বলেন, সময়ে সনাক্তকরণ, দ্রুত চিকিৎসা গ্রহণ এবং প্রতিরোধমূলক টিকাদান—এই তিনটি পদক্ষেপ সংক্রমণ রোধে অত্যন্ত কার্যকর।
আলোচনার পর, হাসপাতালের চিকিৎসক, নার্স, প্যারামেডিক এবং সহায়ক কর্মীদের জন্য হেপাটাইটিস বি টিকাদান কার্যক্রম শুরু হয়।
সুপারিনটেনডেন্ট ডাঃ অরূপ কুমার পাটোয়া প্রথম টিকা গ্রহণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন, যা অন্যান্য কর্মীদের উৎসাহিত করে।