মেডিক্যালের সামনে পার্কিং নিয়ে বিবাদ, ছুরিকাঘাতে আহত অটো চালক

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে গাড়ি পার্কিং নিয়ে বিবাদকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স চালকের ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন এক অটো চালক। পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায়, শিলচর মেহেরপুর পাঁচঘরি রোডের বাসিন্দা নিজাম উদ্দিন বড়লস্কর বুধবার সকালে আতাল বস্তির বাসিন্দা বাপ্পু নামের এক অ্যাম্বুলেন্সের চালকের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে তর্ক-বিতর্ক হয় এবং পরবর্তীতে নিজাম উদ্দিনের পায়ে ছুরিকাঘাত করে বাপ্পু। বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অটোচালক নিজাম উদ্দিন।

ঘটনার খবর পেয়ে ঘংঘুর  ফাঁড়ির আইসি দলবল নিয়ে ঘটনাস্থলে তদন্ত শুরু করেন এবং ঘটনার সঙ্গে অভিযুক্ত বাপ্পুকে পাকড়াও করে থানায় নিয়ে যান।

Spread the News
error: Content is protected !!