অটো ও রয়্যাল এনফিল্ড বাইকের সংঘর্ষ, আহত যাত্রীর মৃত্যু
বরাক তরঙ্গ, ১৫ মার্চ : আমড়াঘাট বনতারাপুরে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘটল। শুক্রবার রাতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সুমন দাস (১৮) নামে টক কিশোরের। মৃত যুবকের বাড়ি কৃষ্ণপুরগঙ্গানগর জিপির গঙ্গানগর সপ্তম খণ্ড গ্রামে। জানা যায়, শুক্রবার দিনে
সুমন দাস একটি অটো করে আমড়াঘাট বনতারাপুর রোড ধরে যাচ্ছিলেন। সেসময় উল্টো দিক থেকে আসা একটি রয়্যাল এনফিল্ড বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন সুমন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিকে রাতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
