পুরানো পেনশন স্কিম বহাল রাখার দাবিতে “অক্রোশ র্যালি” AUNTEAর
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : পুরানো পেনসন বহাল রাখার দাবিতে সারা দেশের সঙ্গে আসাম বিশ্ববিদ্যালয়ের অ-শিক্ষক কর্মচারী সমিতি (AUNTEA) “অক্রোশ র্যালি” বের করল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুরানো পেনশন স্কিমের দাবিতে এই র্যালি। হাজারো কর্মচারী বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু করে প্রশাসনিক ভবনের দিকে মিছিল করে পুরনো পেনশন স্কিম পুনরুদ্ধারের দাবিতে স্লোগান দেন। ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে যাঁরা নিয়োগপ্রাপ্ত, তাঁদের জন্য নতুন পেনশন স্কিম কার্যকর হয়েছে। কর্মচারীরা “এক দেশ, এক নির্বাচন” নীতির মতো সরকারকে “এক দেশ, এক পেনশন” নীতি গ্রহণের আহ্বান জানান। তাঁরা আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর এনডিএ সরকারের মাধ্যমে তাঁদের দাবিগুলি মেনে নেওয়া হবে।
উল্লেখ্য, এই প্রতিবাদ র্যালি মূলত বিকেল ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের আগমণের দরুন সময় এগিয়ে নিয়ে আসা হয়।