২০ আগস্ট কাছাড় জেলা ছাত্র ধর্মঘট, কনকপুরে স্কোয়াড

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : আগামী ২০ আগস্ট কাছাড় জেলা ছাত্র ধর্মঘট পালনের আহ্বান জানিয়ে সোমবার কনকপুরে স্কোয়াডিং করে এআইডিএসও’র নিউ শিলচর আঞ্চলিক কমিটির সদস্যরা। শিলচরের রাধামাধব কলেজের সামনে থেকে স্কোয়াডিং শুরু করে সোনাই রোড, রাঙ্গিরখাড়ি পয়েন্ট, হাইলাকান্দি রোড ইত্যাদি স্থানে ‘দেবজিৎ রী হত্যাকাণ্ডের বিচার চাই’, ‘ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে’, ইত্যাদি স্থানে স্লোগান দিতে দিতে পথ পরিক্রমা করে। স্কোয়াডিং এ উপস্থিত ছিলেন এআইডিএসও’র রাজ্য কাউন্সিলের অন্যতম সহ সম্পাদক গৌরচন্দ্র দাস।

তিনি বলেন, ছাত্রছাত্রীদের নিরাপত্তাহীনতা আজ অভিভাবকদের কাছে সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় শ্রেণীর ছাত্র দেবজিৎ রী কে তার ঘর থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে নৃশংস ভাবে হত্যা করে। শিলচরের রাধামাধব কলেজের জনৈকা ছাত্রীকে অ্যাসিড ছুঁড়ে মারতে উদ্যত হয়। এসব ঘটনার দ্রুত তদন্ত করে অপরাধীদের কঠোরতম শাস্তি প্রদানের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আজ এছাড়াও শিলচর শহর সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়। এআইডিএসও’র পক্ষ থেকে এই ছাত্র ধর্মঘট সফল করতে সমস্ত ছাত্র দরদী ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন সহ শিক্ষানুরাগী জনগণের কাছে আহ্বান জানানো হয়।

Spread the News
error: Content is protected !!