অভিনেতা সইফ আলি খানের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১৬ জানুয়ারি : গভীর রাতে হামলার শিকার বলিউড অভিনেতা সইফ আলি খান। জানা গিয়েছে, নিজের বাড়িতেই ধারালো ছুরি দিয়ে হামলা চালানো হয় অভিনেতার উপর। বর্তমানে আহত অবস্থায় মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাত ২টা নাগাদ সইফের বান্দ্রার বাড়িতে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢুকে পড়ে। সেই সময় বাড়ির সকলে ঘুমোচ্ছিলেন। প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই ওই দুষ্কৃতী সইফের বাড়িতে প্রবেশ করেছিল। কিন্তু সইফ বিষয়টি টের পেতেই বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ছুরির কোপ মারে দুষ্কৃতী। এরপরই ওই দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপর তড়িঘড়ি করে রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত বিপদমুক্ত রয়েছেন সইফ। তবে কমপক্ষে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে তাঁকে। যার মধ্যে দু’টি গভীর ক্ষত রয়েছে। এছাড়াও একটি ক্ষত মেরুদণ্ডের খুব কাছাছিল ছিল বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বৃহস্পতিবারই অভিনেতার অস্ত্রোপচার করবে। এদিকে ইতিমধ্যেই বান্দ্রা থানায় দুষ্কৃতীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ডাকাতি নাকি এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

অভিনেতা সইফ আলি খানের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Spread the News
error: Content is protected !!