চট্টগ্রামে অত্যাচার, গুয়াহাটিতে বিক্ষোভ চাকমা সোসাইটির
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্বিচারে অত্যাচারের বিরুদ্ধে গুয়াহাটিতে বিক্ষোভ প্রদর্শন করল অসম চাকমা সোসাইটি ও গুয়াহাটি চাকমা স্টুডেন্টস ইউনিয়ন। রবিবার গুয়াহাটির ভিআইপি রোড, ছয়মাইল এলাকায় অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন সোসাইটির কর্মকর্তারা। বিক্ষোভ চলাকালীন হত্যাকাণ্ড বন্ধ কর, সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ কর, আদিবাসীদের জীবন রক্ষা কর ইত্যাদি স্লোগান দিয়ে এলাকার পরিবেশ উত্তাল করে তুলেছেন বিক্ষোভকারীরা।
অল আসাম চাকমা সোসাইটির নেতা ফুতোশ চাকমা বলেন, বাংলাদেশে যা ঘটছে তা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। আদিবাসীদের বিরুদ্ধে, তাঁদের নির্মূল করতে একটি পদ্ধতিগত অভিযান পরিচালিত হচ্ছে। এর পেছনে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সামরিক বাহিনীর প্রচ্ছন্ন মদত রয়েছে।
ফুতোশ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এখনও সংকটজনক। ১৯৪৭ সালে আদিবাসী জনসংখ্যা ছিল ৯৮.৫ শতাংশ। আজ তা কমে হয়েছে মাত্র ৫৫.৪৮ শতাংশ। তিনি বলেন, নীরব পর্যবেক্ষণের সময় শেষ। বিশ্ব মিডিয়াকে এই মানবিক সংকটকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ফুতোশ চাকমা। পার্বত্য চট্টগ্রামের দীঘিনালা, খাগড়াছড়ি প্রভৃতি অঞ্চলে সাম্প্রতিক হামলায় একাধিক প্রাণহানি, মারধর, বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ ব্যক্ত করেছেন তিনি।