আসাম অলিম্পিক সংস্থার সচিব পদে কোওর‌ই বহাল, শিলচর থেকে অতনু ও দীপায়ন   

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসাম অলিম্পিক সংস্থার সভাপতি পদে আরেক দফা মনোনীত হয়েছিলেন কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এবার সচিব পদেও কোন‌ও পরিবর্তন হল না। রবিবার ডিব্রুগড়ে অনুষ্ঠিত এজিএমে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন লক্ষ্য কোয়র। আগেই মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষ হয়ে যাওয়ায় আজ সচিব পদের ভোটে পাঁচজন প্রার্থী ছিলেন। কিন্তু আসাম ব্যাডমিন্টন সংস্থার সভাপতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহমতের ভিত্তিতে সচিব নির্বাচনের নির্দেশ দিয়েছিলেন। শেষ পর্যন্ত সর্বানন্দ ঘনিষ্ঠ লক্ষ্য কোওর‌ই স্বপদে বহাল থাকলেন। নিয়মরক্ষার জন্য ১৫ জন সদস্য ভোটদান করেন এবং লক্ষ্য কোওরকে বিজয়ী ঘোষণা করা হয়।  কোন‌ও বিধায়ক‌ই আসাম অলিম্পিক সংস্থার কোন‌ও পদে বসেননি। একাধিক বিধায়ক বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত কেউ কোন‌ও পদে বসেননি। এদিনের সভায় শিলচর ডিএসএ থেকে সচিব অতনু ভট্টাচার্য ও স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী আসাম অলিম্পিকের সভায় যোগদান করেন।

করিমগঞ্জ থেকে অংশগ্রহণ করেন ডিএসএ-র সভাপতি অমলেশ চৌধুরী ও সচিব সুদীপ চক্রবর্তী। হাইলাকান্দি ডিএসএ-র সচিব শৈবাল সেনগুপ্ত ও সহসভাপতি সামস উদ্দিন বড় লস্কর এদিন যোরহাটের এ জি এমে সংস্থার প্রতিনিধিত্ব করেন।

আসাম অলিম্পিক সংস্থার সচিব পদে কোওর‌ই বহাল, শিলচর থেকে অতনু ও দীপায়ন   
আসাম অলিম্পিক সংস্থার সচিব পদে কোওর‌ই বহাল, শিলচর থেকে অতনু ও দীপায়ন   

Author

Spread the News