যত্ন ও সহানুভূতির সেতুবন্ধনে সামাজিক কৰ্ম সপ্তাহের সমাপন আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : ‘যত্ন ও সহানুভূতির সেতুবন্ধন : স্বাস্থ্যসেবায় সামাজিক কৰ্মকাণ্ড’ শীৰ্ষক বিষয়কে সামনে রেখে সাতদিনব্যাপী বিভিন্ন কৰ্মসূচির মাধ্যমে আসাম বিশ্ববিদ্যালয়ে শেষ হল জাতীয় সামাজিক কৰ্ম সপ্তাহ উদযাপন৷ সমাজকৰ্ম বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্ৰ পাল মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচাৰ্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, ডিন অ্যাকাডেমিক অধ্যাপক চিররঞ্জন ভট্টাচাৰ্য, ডিন সোশ্যাল সায়েন্সেস অধ্যাপক জয়তী ভট্টাচাৰ্য, ভারতীয় স্টেট ব্যাঙ্কের মাইক্রো ফিনান্সের চিফ ম্যানেজার ড. চংথাম চঞ্চন, নাবাৰ্ডের ডিস্ট্ৰিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার রবিশঙ্কর লিকমাবাম, সামাজিক সংস্থা ‘এরা আমাদের’ সহ-সভাপতি বিমলেন্দু দাস, যুগ্ম সম্পাদক তন্দ্ৰা দত্তগুপ্ত প্ৰমুখ৷

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম সমন্বয়ক ড. জয়শ্ৰী দে৷ এরপর জাতীয় সামাজিক কৰ্ম সপ্তাহ উদযাপনের তাৎপৰ্য ব্যাখ্যা করেন অধ্যাপক শুভব্ৰত দত্ত৷ তিনি জানান, ২০২০ সালে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্ৰফেশনাল সোশ্যাল ওয়াৰ্কাৰ্স ইন ইন্ডিয়া এই সপ্তাহ উদযাপন শুরু করে৷ এই সপ্তাহ উদযাপনের লক্ষ্য সমাজকৰ্মীদের পেশাগত পরিচয়কে শক্তিশালী করা, পারস্পরিক শিক্ষাকে উৎসাহিত করা ও সমাজে তাদের অবদান তুলে ধরা৷

যত্ন ও সহানুভূতির সেতুবন্ধনে সামাজিক কৰ্ম সপ্তাহের সমাপন আসাম বিশ্ববিদ্যালয়ে

নাবাৰ্ডের ডিস্ট্ৰিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার রবিশঙ্কর লিকমাবাম স্ব-সহায়ক গোষ্ঠীর পণ্য বিপণন নিয়ে আলোকপাত করার পাশাপাশি কৃষি ও গ্ৰামীণ উন্নয়নের প্ৰচার ও সমৰ্থনের জন্য গঠিত ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্ৰিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের গুরুত্ব তুলে ধরেন৷ অধ্যাপক চিররঞ্জন ভট্টাচাৰ্য প্ৰান্তিক জনগোষ্ঠী ও তাদের জন্য উপলব্ধ কল্যাণমূলক প্ৰকপ্লগুলির মধ্যে ব্যবধান দূর করার ক্ষেত্ৰে সমাজকৰ্মীদের গুরুত্বের ওপর জোর দেন৷

যত্ন ও সহানুভূতির সেতুবন্ধনে সামাজিক কৰ্ম সপ্তাহের সমাপন আসাম বিশ্ববিদ্যালয়ে

স্টেট ব্যাঙ্কের মাইক্রো ফিনান্সের চিফ ম্যানেজার ড. চংথাম চঞ্চন সমাজ উন্নয়ন ও নারী ক্ষমতায়নে স্ব-সহায়ক গোষ্ঠীর ধারণা এবং গুরুত্ব সম্পৰ্কে বিস্তারিত আলোচনা করেন৷ তিনি ঋণ গ্রহণের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড, পরিশোধের শৰ্তাবলি ও এনজিওগুলিকে প্ৰদত্ত গ্ৰেডেড সহায়তা সম্পৰ্কে বিস্তারিত তথ্য প্ৰদান করেন৷ উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ পেশাগত অনুশীলনের মানবিক দিকটিকে গুরুত্ব দেওয়ার জন্য সমাজকৰ্ম বিভাগের উদ্যোগের প্ৰশংসা করেন৷ প্ৰাসঙ্গিক বক্তব্য রাখেন অধ্যাপক জয়তী ভট্টাচাৰ্য, বিভাগীয় প্ৰধান অধ্যাপক তরুণ বিকাশ সুকাই, অধ্যাপক এম গঙ্গাভূষণ, অধ্যাপক এম তিনেশ্বরী দেবী প্ৰমুখ৷ শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম সমন্বয়ক ড. অদিতি নাথ৷

Spread the News
error: Content is protected !!