বিদ্যারম্ভ অনুষ্ঠানে নতুন তথ্যচিত্র ‘অফিডিয়ান’ প্রদর্শিত আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগে গতকাল নবাগত শিক্ষার্থীদের বিদ্যারম্ভ অনুষ্ঠান আয়োজিত হয়। উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী। এরপর স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক অপরাজিতা দে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সব শিক্ষক-শিক্ষাকর্মীর সঙ্গে নবাগতদের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল গণজ্ঞাপন বিভাগের গবেষক স্বপ্নদীপ সেনের নির্দেশিত স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘অফিডিয়ান – এক সাপ উদ্ধারকারীর জীবন ও ঝুঁকি’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। উপাচার্যের হাত দিয়ে এই তথ্যচিত্র উদ্বোধনের পর তা প্রদর্শিত হয়। এই তথ্যচিত্রটি মূলত আসাম বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী গবেষক তথা সংরক্ষণকর্মী বিশাল সোনারের জীবন ও কর্মকাণ্ডের ওপর নির্মিত। যিনি ইতিমধ্যেই লোকালয় থেকে বিভিন্ন প্রজাতির শতাধিক সাপ উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিয়েছেন। এই তথ্যচিত্রে সাপ উদ্ধারকারীদের জীবনের ঝুঁকি, প্রচলিত ভ্রান্ত ধারণা ও প্রকৃতিতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়েছে।

বিদ্যারম্ভ অনুষ্ঠানে নতুন তথ্যচিত্র 'অফিডিয়ান' প্রদর্শিত আসাম বিশ্ববিদ্যালয়ে

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ শিক্ষার্থীদের জিজ্ঞাসা, দায়িত্ব এবং সমাজ ও পরিবেশের প্রতি সেবার মনোভাব পোষণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তরুণ গবেষকদের ভূমিকা শুধু শিক্ষা  ক্ষেত্রেই নয়, বরং জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস ও মানুষ-প্রাণী সংঘাতের মতো বাস্তব সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ। উপাচার্য এদিন সাপ নিয়ে সচেতনতামূলক তথ্যচিত্র নির্মাণের জন্য স্বপ্নদীপ ও বিশালকে আন্তরিক অভিনন্দন জানান।

বিদ্যারম্ভ অনুষ্ঠানে নতুন তথ্যচিত্র 'অফিডিয়ান' প্রদর্শিত আসাম বিশ্ববিদ্যালয়ে

এদিনের অনুষ্ঠানে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে গত মে মাসে আয়োজিত ফটোগ্রাফি ও পোস্টার উপস্থাপন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় পুরস্কার লাভ করেন যথাক্রমে বিশাল সোনার ও  মনিকা ছেত্রী। পোস্টারে পুরস্কার পান বাগ্মিতা নাগ ও দুর্বা কেমপ্রাই। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অধ্যাপক জয়শ্রী রাউত, অধ্যাপক অজিতকুমার দাস, অধ্যাপক অরুণজ্যোতি নাথ, সহযোগী অধ্যাপক ড. পান্না দেব, ড. শোভন দত্তগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গবেষিকা অবন্তিকা প্রধান ও শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন দীপ্তিমালা সিংহ।

Spread the News
error: Content is protected !!